Finance
অর্থায়নের কার্যাবলি
অর্থায়ন বুঝতে হলে অর্থায়ন কি কি কাজ করে তা বোঝা খুব জরুরী। শুধুমাত্র মূল্ধন সংগ্রহ করে বিনিয়োগ করাই অর্থায়নের কাজ নয়। তহবিল সংগ্রহ, মুল্ধন বাজেটিং সিদ্ধান্ত, স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা, তহবিল বণ্টন এই সব কিছু মিলেই হয় অর্থায়ন। এই পর্বে আমরা অর্থায়নের এই কার্যাবলি গুলো সম্পর্কে সংক্ষেপে জানবো।