গ্যাসের আণবিক গতিতত্ত্ব
1859 সালে ম্যাক্সওয়েল ও বোল্টজম্যান বণ্টন সূত্রের সাহায্যে গ্যাসের গতিতত্ত্বকে নতুন রূপে চিহ্নিত করেন। এই গতিতত্ত্ব ব্যবহার করে গ্যাসের সূত্রগুলো ব্যাখ্যা করা যায়। গ্যাসের আণবিক গতিতত্ত্ব কতগুলো স্বীকার্যের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। এদের গ্যাসের মৌলিক স্বীকার্য বলা হয়।