অণুচক্রিকা
এটা লাল অস্থিমজ্জার মেগাক্যারিও সাইট থেকে তৈরী হয়। ★ ★আয়ুকাল -৫-৯ দিন ধংসঃ যকৃতও প্লীহার ম্যাক্রোফেজের মাধ্যমে ★ ★নিউক্লিয়াস থাকে না, দানাদার, রডের /গোল /ডিম্বাকৃতির
এটা লাল অস্থিমজ্জার মেগাক্যারিও সাইট থেকে তৈরী হয়। ★ ★আয়ুকাল -৫-৯ দিন ধংসঃ যকৃতও প্লীহার ম্যাক্রোফেজের মাধ্যমে ★ ★নিউক্লিয়াস থাকে না, দানাদার, রডের /গোল /ডিম্বাকৃতির
প্রাণীসমূহের বৈশিষ্ট্য তারতম্যের উপর ভিত্তি করে যে শ্রেণিভুক্ত করা হয় তাই শ্রেণিবিন্যাস। জীববিজ্ঞানের যে শাখায় প্রাণীর শ্রেণিকরণ নিয়ে আলোচনা করা হয়, তাকে শ্রেণিতত্ত্ববিদ্যা/Taxonamy বলে।
উদ্ভিদের জনন কোষ ছাড়া অন্যান্য সমস্ত কোষের প্রোটোপ্লাসটের চারিদিক ঘিরে যে সচ্ছিদ্র পুরু ও শক্ত জড় আবরণ থাকে এবং যা উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য বহন করে তাকে কোষ প্রাচীর বলে ।
একে ভ্রাম্যমাণ প্রতিরক্ষা কারী একক ও বলা হয়। এটি হিমোগ্লোবিনবিহীন, অনিয়তাকার ও নিউক্লিয়াস যুক্ত রক্তকনিকা। পরিনত সুস্থ মানুষের মাত্র ১% WBC থাকে।
লোহিত কনিকা ও শ্বেতকনিকার সংখ্যার অনুপাত ৭০০ঃ১ / ৫০০ঃ১
আবিষ্কারক – উইলিয়াম হার্ভে
রক্ত:-
রক্ত হলো তরল যোজক টিস্যু যা দেহের মোট ওজনের ৭-৮%। এটি সামান্য ক্ষারীয়, তাপমাএা ৩৬-৩৮°C, pH গড়ে ৭.৪০।
প্রতিটি সজীব কোষের প্রোটোপ্লাজম যে সূক্ষ্ম, স্থিতিস্থাপক, বৈষম্যভেদ্য, লিপোপ্রোটিন দ্বারা গঠিত সজীব দিস্তরী ঝিল্লি দিয়ে আবৃত থাকে তাকে প্লাজমা মেমব্রেন বা কোষঝিল্লি বলে।
Hickman et al. (2017) তার রচিত Integrated Principles of Zoology বইয়ে প্রাণীজগতকে মোট ৩৩ পর্ব ভাগ করেন।
এর মধ্যে প্রধান/মেজর ৯টি।বাকি গুলো গৌণ/মাইনর।
All Rights Reserved By Studymate 2022