Hickman et al. (2017) তার রচিত Integrated Principles of Zoology বইয়ে প্রাণীজগতকে মোট ৩৩ পর্ব ভাগ করেন।
এর মধ্যে প্রধান/মেজর ৯টি।বাকি গুলো গৌণ/মাইনর।
৯ টি প্রধান পর্ব হলো-
- Porifera
- Cnidaria
- Platyhelminthes
- Nematoda
- Mollusca
- Annelida
- Arthropoda
- Echinodermata
- Chordata
*এর মধ্যে ১ম ৮ টি ননকর্ডাটা ও শেষটি কর্ডাটা পর্বের।
Porifera / ছিদ্রাল প্রাণী
নামকরণ: Robert Grant
Technic: ঘর ছিদ্র করে Robert ঢুকলো।
বৈশিষ্ট্যঃ
Technic: অনিক ও এমপি কেন স্বপ্নে আসল, পরিফেরা?
- অস্টিয়া নামক ছিদ্রযুক্ত।
- এরা নিশ্চল
- কোষীয় মাত্রার গঠনযুক্ত প্রাণী
- আম্ফিব্লাস্টলা/প্যারেনকাইমা লার্ভা দশা বিদ্যমান
- কোয়ানোসাইট নামে ফ্ল্যাজেলাযুক্ত কোষ প্রকোষ্ট থাকে।
- কলার কোষ থাকে
- স্পিকিউল নামক চুনময় কাটা। স্পঞ্জিন নামক জৈবতন্তু।
- স্পঞ্জোসিল নামক গহবর থাকে।
- পানিস্রোতের মাধ্যমে খাদ্য,অক্সিজেন ও শুক্রাণু দেহে প্রবেশ করে
- অসক্যুলাম নামক বড় প্রান্তিক ছিদ্রপথ দেহের বাইরে উন্মুক হয়।
উদাহরণঃ
Scypha gelatinosum(সিলিয়াযুক্ত স্পঞ্জ)
Cnidaria(নিডারিয়া)
পর্বের নামকরণঃ Hatschek
Technic: নিডার মাথায় টুপি(Hat)
বৈশিষ্ট্যঃ
Technic: বানু এসে ডিম সিদ্ধ না পেয়ে মারা পরল
- বহুকোষী
- অরীয় প্রতিসম
- ডিপ্লোব্লাস্টিক /দেহপ্রাচীর দ্বিস্তরী কোষযুক্ত
- সিলেন্টেরন নামক পরিপাক সংবহন গহবর
- নেমাটোসিস্ট ধারণকারী নিডোসাইট কোষ
- পলিপ ও মেডুসা (বহুরূপী সদস্যদের মৌলিক একক)
- মেসোগ্লিয়া৷ বাইরের স্তর এপিডার্মিস ও ভিতরের স্তর এন্ডোডার্মিসের মাঝে আঠালো জেলির মতো অকোষীয় মেসোগ্লিয়া।
- প্লানুলা লার্ভা দশা।
বিশ প্রজাতী স্বাদু পানি বাদে বাকি সব নিডারিয়ান সামুদ্রিক।
উদাহরণঃ
Porpita porpita (নীল বোতাম)
Metridium senile (সাগত কুসুম)
Platyhelminthes বা চ্যাপ্টা কৃমিঃ
নামকরণঃ Minot
Technic: মিনার প্লেট
বৈশিষ্ট্যঃ
Technic: অনুপস্থিতির পর চোষক শিখা পার্টি উদ্ভোধন করলো
- রক্ত সংবহন ও শ্বসনতন্ত্র অনুপস্থিত অ(অ্যাসিলোমেট)
- প্যারেনকাইমা /মেসেনকাইমা টিস্যু বিদ্যমান
- চোষক / হুক থাকে
- শিখা কোষ থাকে রেচনতন্ত্রে
- প্রোগ্লটিড নামক খন্ডক সদৃশ্য গঠন থাকে
- উভলিঙ্গ
উদাহরণঃ
Taenia solium(শূকরের ফিতাকৃমি)
Schistosoma mansoni(মানুষের রক্তকৃমি)
Nematoda/Nemathelminths/গোল/সুতা কৃমিঃ
নামকরণঃ Gogenbaur
Technic: Go-গোল-গোল কৃমি
বৈশিষ্ট্যঃ
Technic: অতঃপর অনুপস্থিত নামের ইলান দেখতে অখন্ডকের মত
- অন্তঃপরজীবী, র(র্যাবডিটিফর্ম/মাইক্রোফাইলেরিয়া লার্ভা)
- শ্বসন ও সংবহনতন্ত্র অনুপস্থিত, স(স্যুডোসিলোমেট)
- নলের ভিতর নল(নেমাটোডা)
- ইলাস্টিন নির্মিত অকোষীয় কিউটিকল থাকে
- যৌন দ্বিরূপতা দেখা যায়
- অখন্ডকায়িত
উদাহরণঃ
Loa Loa(চোখ কৃমি)
Ascaris Lumbricoides(গোল কৃমি/কেঁচো কৃমি)
Mollusca বা কম্বোজ প্রাণী
প্রাণিজগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব।
নামকরণঃ Linnaeus
Technic: লিনিয়াসের মেয়ে মলাস্কা
বৈশিষ্ট্যঃ
Technic: হিমুর মামারা ভেন্টাগ পদ আনিবে
- হিমোসিল গহবর ও হিমোসায়ানিন রঞ্জক থাকে
- ম্যান্টল নামক আবরণ থাকে(মলাস্কা)
- ভেলিজার,ট্রকোফোর,গ্লচিডিয়ামলার্ভা বিদ্যমান।
- পদ থাকে
- অ্যামিবোসাইট কণিকা থাকে
উদাহরণঃ
Pila globosa(আপেল শামুক)
Octopus macropus(অক্টোপাস)
Annelida/অঙ্গুরীমাল
নামকরণঃ Lamarck
Technic: অ্যানেলিডা-ল-ল্যামার্ক
বৈশিষ্ট্যঃ
Technic: অ্যানেলিডা বাসে সিট না পেয়ে ট্রাকে উঠল
- বদ্ধ সংবহনতন্ত্র
- সিটি/পেশল প্যারাপোডিয়া/ অনুপস্থিত (চলন অঙ্গ)
- নেফ্রিডিয়া রেচন অঙ্গ
- পেরিটোনিয়াম পর্দা যুক্ত।
- প্রকৃত সিলোম।
- ট্রোকোফোর লার্ভা
উদাহরণঃ
Hirudo medicinalis(মহিষা জোঁক)
Arthropoda/সন্ধিপদী প্রাণী
প্রাণীজগতের বৃহত্তম পর্ব
নামকরণঃ Von Siebold
Technic: মাছি ভন ভন (Von)করে।
বৈশিষ্ট্যঃ
Technic: দীপ্রর ট্যাকা পয়সা মালপানি দেখে রূপবতীরা হামি কাটে অনবরত।
- দ্বিপার্শ্বীয় প্রতিসম
- ট্যাগমাটায় বিভক্ত
- পুঞ্জাক্ষী,পৌষ্টিকতন্ত্র সম্পূর্ণ
- মালপিজিয়ান নালিকা(রেচনঅঙ্গ)
- রূপান্তর ঘটে
- হিমোসিল
- কাইটিন নির্মিত বহিঃকঙ্গাল
- অন্তঃনিষেক
উদাহরণঃ
Apis mellifera(মৌমাছি)
Echinodermata/কন্টকতক্ব প্রাণী
নামকরণঃ Jacob Klein
Technic: কন্টক-ক্লেইন
Technic:একাইনোডার্মাটা হিম পরী মুক্ত,ওর আব্বু অ্যাম্বুল্যান্সে শ্বাস নেয়,টিউমার ৫ রকমের।
বৈশিষ্ট্যঃ
- একাইনোডার্মাটা
- হিমালতন্ত্র
- পেরিহিমাল তন্ত্র
- মুক্ত লার্ভা
- ওরাল (মৌখিক)
- অ্যাবোরাল(বিমৌখিক)
- অ্যাম্বুল্যাক্রাল খাদ আছে
- শ্বসনতন্ত্র নেই
- টিউব ফিট/নালিকা পা(চলন অঙ্গ)
- পঞ্চঅরীয় প্রতিসম
Asterias rubens(সমুদ্র তারা)
Holothuria tubulosa(সমুদ্র শসা)
Chordata:
নামকরণঃBateson
Technic: মানুষ=Batman=Bateson
কর্ডাটা কারা?
জীবনের কোন না কোন সময়ে পৃষ্ট-মধ্যরেখা বরাবর একটি দণ্ডাকার ও স্থিতিস্থাপক ‘নটোকর্ড’ এবং পৃষ্ঠীয় ও ফাঁপা ‘স্নায়ুরজ্জু বিশিষ্ট প্রাণী।
বৈশিষ্ট্যঃ
Technic:হৃদয়ের গলায় নাট এন্ড স্নায়ুতে পাট।
হৃদপিন্ড
- রক্ত সংবহন
- গলবিলীয় ফুলকারন্ধ্র (উন্নত হলে বিলুপ্ত)
- নটোকর্ড(উন্নত প্রাণীতে মেরুদন্ড)
- এন্ডোস্টাইল(উন্নত প্রাণীতে থাইরয়েড গ্রন্থি)
- স্নায়ুরজ্জু(উন্নত প্রাণীতে সম্মুখে মস্তিষ্ক ও পশ্চাতে সুষুম্নাকাণ্ড)
- পায়ু-পশ্চাত লেজ
- পরিপাক সংবহন
- পার্শ্বপদ
কর্ডেটের খন্ডকায়ন দেহপ্রাচীর,মস্তিষ্ক ও লেজে সীমাবদ্ধ থাকে,সিলোম পর্যন্ত পৌঁছায় না।
উদাহরণঃ
Tenusalosa ilisha(ইলিশ মাছ)
আবরণ মনে রাখার স্পেশাল টেকনিকঃ
কা=কাইটিন কি=কিউটিকল
কাকিকি কাকিকা
পর্ব ২-৭
2.Cnidaria – কাইটিন
3.platehelminthes-কিউটিকল
4.Nematodaকিউটিকল
5.Molluscaকাইটিন
6.anelida – কিউটিকল
7.arthopoda – কাইটিন