d ব্লক ও অবস্থান্তর মৌল

যেসব মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি d অরবিটালে যায়, তাদেরকে d ব্লক মৌল বলে। এসব মৌলের যোজ্যতা স্তরের সাধারণ ইলেকট্রন বিন্যাস: [(n-1)d1-10 ns1-2] তার মানে হলো এসব মৌলের সবশেষ n শক্তিস্তরের s অরবিটালে ১টি বা ২টি ইলেকট্রন থাকবে এবং তার ঠিক আগের (n-1) শক্তিস্তরের d অরবিটালে ১ থেকে ১০টি ইলেকট্রন থাকবে। মৌলের সংখ্যা ৪১টি।
en_USEnglish