Complement & Modifier

Sentence তো খুব সহজ একটা জিনিস, তাই না? আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি, sentence এর অংশ তিনটিঃ subject, verb আর object। কিন্তু আমি আজকে তোমাদেরকে জানাব, Sentence এর চারটি অংশ সম্পর্কে। কিন্তু কেন? কারণ, এই চারটি অংশকে আমরা আলাদাভাবে চিনতে না পারলে, গ্রামারের অনেকগুলা টপিক সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা থাকে না। কী সেই অতিরিক্ত অংশটি, আর কোন কোন গ্রামার টপিকে এটি আমাদের কাজে আসবে, তা নিচে জানতে পারবে।
en_USEnglish