Basic
Sentence তো খুব সহজ একটা জিনিস, তাই না? আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি, sentence এর অংশ তিনটিঃ subject, verb আর object। কিন্তু আমি আজকে তোমাদেরকে জানাব, Sentence এর চারটি অংশ সম্পর্কে। কিন্তু কেন? কারণ, এই চারটি অংশকে আমরা আলাদাভাবে চিনতে না পারলে, গ্রামারের অনেকগুলা টপিক সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা থাকে না। কী সেই অতিরিক্ত অংশটি, আর কোন কোন গ্রামার টপিকে এটি আমাদের কাজে আসবে, তা নিচে জানতে পারবে।
Subject আর verb সম্পর্কে আমরা জানি। verb নিয়ে আরো বিস্তারিত আলাপ হবে Parts of Speech এবং Right Form of Verbs এ। এখানে আমরা আজকে আলোচনা করব object নিয়ে।
Sentence এর তৃতীয় অংশ, অর্থাৎ object কে আমরা দুই ভাগে ভাগ করব, complement আর modifier।
Complement এর পরিচয়
১। কোনো বাক্যে যেই object টা ছাড়া বাক্যকে complete বা সম্পূর্ণ মনে হবে না, সেই object টাই complement।
I eat burger.
উপরের বাক্যে আমি যদি শুধু বলতাম, “I eat.” তাহলে তোমার মনে হতো বাক্যটি complete না। তোমার মনে প্রশ্ন আসতো, কী খাই? তাই এই বাক্যে “burger” শব্দটি হলো complement।
২। সাধারণত কী বা কাকে দ্বারা প্রশ্ন করলে যেই উত্তর পাওয়া যায়, সেটাই complement.
I eat burger. (কী?)
I love Allah. (কাকে?)
৩। Complement সাধারণত noun বা pronoun হয়।
I eat burger. (Noun)
I love him. (Pronoun)
Note:
Voice change করার সময় আমরা মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই, কোন object টাকে সামনে আনব? আমরা কিন্তু এক্ষেত্রে সবসময় complement কেই সামনে এনে সাবজেক্টের আসনে বসাব। তোমরা যদি modifier আর complement এর পার্থক্য ধরতে পারো, তাহলে এমন সমস্যায় তোমাদের কখনোই পড়তে হবে না।
Modifier এর পরিচয়
১। কোনো বাক্যে যেই object টাকে অতিরিক্ত তথ্য বলে মনে হবে, যেটা না জানলেও বাক্যকে কমপ্লিট মনে হয়, সেই object টাই modifier। অর্থাৎ যেই শব্দ বা শব্দগুচ্ছ বাক্যকে modify করে সেটাই modifier।
I eat burger at night.
উপরের বাক্যটা শুধু “I eat burger” থাকলেও কমপ্লিট মনে হতো, কিন্তু এখানে একটি অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে।
২। সাধারণত বাক্যে সময়, জায়গা, অবস্থা ইত্যাদি বলা থাকলে, সেগুলাই modifier।
I eat burger at night. (সময়)
I love Allah a lot. (পরিমাণ)
She drives car on the street. (জায়গা)
৩। Modifier মূলত adjective বা adverb, অথবা adjective phrase বা adverbial phrase (Phrase- শব্দগুচ্ছ) হয়।
I eat delicious burger. (adjective)
She drives car so fast. (adverb)
She drives car on the street. (Adverbial phrase)
Note:
Modifier নিয়ে আরো বিস্তারিত গল্প স্বল্প করব আমরা Modifier, Adjective এবং Adverb অংশে।