ভরকেন্দ্র ও কুয়ার গল্প

কোনো বস্তুর সম্পূর্ন ভর যে কাল্পনিক বিন্দুতে কেন্দ্রীভূত আছে বলে মনে হয় সেই বিন্দুকেই মূলত ঐ বস্তুর ভরকেন্দ্র বা Centre of Mass বলে। বিভিন্ন জ্যামিতিক ক্ষেত্র যেমন- ত্রিভুজ, বৃত্ত, আয়তক্ষেত্র ইত্যাদির ক্ষেত্রে কেন্দ্র এবং ভরকেন্দ্র একই হয়। কিন্তু শারীরিক গঠন আছে অর্থাৎ বাস্তব কোনো বস্তুর ভরকেন্দ্র যেকোনো অবস্থানে হতে পারে। এটি নির্ভর করে বস্তুটির আকারের উপর।
bn_BDBengali