DO:
DO এর পূর্ণরূপ হচ্ছে Dissolved Oxygen বা দ্রবীভূত অক্সিজেন। নির্দিষ্ট তাপমাত্রায় প্রতিলিটার পানিতে যত মিলিগ্রাম অক্সিজেন গ্যাস দ্রবীভূত থাকে তাকে ঐ নমুনা পানির DO বলে।
DO এর আদর্শ মান 4-8 mgL-1
★★ Do এর অভাবে পানিতে জলজ উদ্ভিদ মরে যায় ও সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে।
★★ তাপমাত্রা বাড়লে DO হ্রাস পায়। অনুজীব/জৈব পদার্থ বাড়লে DO কমে।
BOD :
এর পূর্ণরূপ Biological Oxygen Demand বা জৈব রাসায়নিক অক্সিজেন চাহিদা।
কোন নির্দিষ্ট সারফেস ওয়াটারে থাকা দূষকের জারণের জন্য ঐ পানির DO থেকে যে পরিমাণ O2 ব্যয়িত হয় তাকে ঐ নমুনা পানির BOD বলে। ফলে DO কমে যায়।
কোন নমুনা পানির BOD 50mg মানে বুঝায় ঐ নমুনা পানির 1 লিটারে দ্রবীভূত থাকা জৈব দূষক পদার্থকে অণুজীব দ্বারা জারিত করতে 50mg অক্সিজেন প্রয়োজন।
BOD এর একক (mg L-1)
BOD এর মান | পানির অবস্থা |
---|---|
1-2 | খুব ভালো |
3- 6 | মোটামোটি ভালো |
6 | WHO অনুমোদিত দূষণমাত্রা |
10 | খারাপ |
20 | খুবই খারাপ |
Technic:
খুব, মোটা, হোয়া,খারাপ, খুবই খারাপ
1-2 3- 6 6 10 20
পানির অবস্থাঃ খুবই ভালো, মোটামুটি ভালো ,WHO অনুমোদিত দূষণমাত্রা, খারাপ, খুবই খারাপ
COD:
Chemical Oxygen Demand বা রাসায়নিক অক্সিজেন চাহিদা।
প্রতি লিটার সারফেস ওয়াটারে থাকা দূষক পদার্থ জারণের জন্য K2Cr2O7+ H2SO4 বিক্রিয়ায় যত মিলিগ্রাম অক্সিজেন প্রয়োজন তাকে COD বলে।
TDS: TDS এর পূর্ণরূপ Total Dissolved Solid বা সমস্ত দ্রবীভূত কঠিন৷ TDS বেশি মানে খনিজ উপাদান বেশি যা স্বাস্থ্যর জন্য ভালো।
পানির গ্রহণযোগ্য মানদন্ড (mgL-1)
Technic:
মানদণ্ড | WHO অনুমোদিত সর্বোচ্চ মাত্রা |
---|---|
DO | 5.0-6.0 |
BOD | 6 ppm/mgL-1 |
COD | 10 ppm/mgL-1 |
TDS | 500 ppm/mgL-1 |
pH | 6.5-8.5 |
খরতা (Ca2+ , Mg2+) | 100, 150 ppm/mgL-1 |
NaCl | 500 ppm/mgL-1 |
D B পুলিশ কদম কাল মাগ না ট্যুরে।
DO BOD pH COD Ca2+ Mg2+ NaCl TDS
5.0-6.0 6 6.5-8.5 10 100 150 500 500