+3 জারণমানযুক্ত অবস্থায় আর্সেনিক বিষক্রিয়ার মাত্রা সবচেয়ে বেশি থাকে।
বিষক্রিয়ার মাত্রার উপর আর্সেনিক যৌগের দ্রবীভূত ক্রমঃ
আর্সাইন গ্যাস> আর্সেনাইট(গ্যাস)> আর্সেন অক্সাইড (জৈব,ত্রিযোজী)>আর্সেনেট (অজৈব)> আর্সেনিক(মেটালয়েড)
টেকনিকঃ
আস না আকাশ নেটে আস
আর্সাইন>নাইট>অক্সাইড>নেট>আর্সেনিক
এর নিরাপদ মাত্রা 0.01 mgL-1
দেহে সহনশীল মাত্রা 0.05 mgL-1
আন্তর্জাতিক সর্বোচ্চ মাত্রা (TLV=Threshold limiting value) 0.04-0.05 ppm.
আর্সেনিক বিষক্রিয়াঃ
অ্যাকিউট ও ক্রনিক বিষক্রিয়া।
অ্যাকিউট এ পরিপাক সমস্যা৷
ক্রনিক এ ব্ল্যাক ফুট ডিজিজ।
কেরাটিনাইজেশন ও ত্বকের অনুভূতি কমে যায়।
আবার কারসিনোজেন অর্থাৎ ক্যান্সার সৃষ্টি কারী
Technic: KLUS
Kidney, Liver, Urinary bladder, Skin cancer