যেসব মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি d অরবিটালে যায়, তাদেরকে d ব্লক মৌল বলে।
এসব মৌলের যোজ্যতা স্তরের সাধারণ ইলেকট্রন বিন্যাস: [(n-1)d1-10 ns1-2]
তার মানে হলো এসব মৌলের সবশেষ n শক্তিস্তরের s অরবিটালে ১টি বা ২টি ইলেকট্রন থাকবে এবং তার ঠিক আগের (n-1) শক্তিস্তরের d অরবিটালে ১ থেকে ১০টি ইলেকট্রন থাকবে। মৌলের সংখ্যা ৪১টি।
যেমন- Sc (21), যা d ব্লকের প্রথম মৌল।
এর ইলেকট্রন বিন্যাসঃ 1s2 2s2 2p6 3s2 3p6 3d1 4s2
এখানে সবশেষ শক্তিস্তর n=4 যার s অরবিটালে ইলেকট্রন আছে ২টি এবং তার ঠিক আগের শক্তিস্তর n-1=3 এর d অরবিটালে আছে ১টি ইলেকট্রন। তাই এটি d block মৌল।
অবস্থান্তর মৌলঃ
d ব্লক মৌলসমূহের ভিতর কিছু মৌল আছে যাদের স্থিতিশীল আয়নের d অরবিটাল আংশিকভাবে ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, এদেরকেই অবস্থান্তর মৌল বলা হয়।
যেমন Fe(26), যা একটি d ব্লক মৌল, এর দুটি সুস্থিত আয়ন আছে Fe2+ এবং Fe3+, এদের d অরবিটাল আংশিক পূর্ণ থাকে।
Fe(26) = 1s2 2s2 3s2 3p6 3d6 4s2
Fe2+ = 1s2 2s2 2p6 3s2 3p6 3d6
Fe3+ = 1s2 2s2 2p6 3s2 3p6 3d5
[অবস্থান্তর মৌলের আয়নের ইলেকট্রন বিন্যাস]
আমরা জানি d অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে ১০টি কিন্তু এখানে Fe2+ এবং Fe3+ দুটি আয়নেই d অরবিটালে ইলেকট্রন আছে ৬টি ও ৫টি করে তাই Fe অবস্থান্তর মৌল।
সব অবস্থান্তর মৌল d ব্লক মৌল হলেও সব d ব্লক মৌল অবস্থান্তর মৌল না।
কারণ অবস্থান্তর মৌল সেসব d ব্লক মৌলই হয় যাদের সুস্থিত আয়নের d অরবিটাল আংশিক পূর্ণ থাকে। কিন্তু d ব্লকে এমন মৌলও আছে যাদের সুস্থিত আয়নে d অরবিটাল ইলেকট্রন দ্বারা সম্পূর্ণ থাকে আবার কখনোও d অরবিটাল খালিও থাকতে পারে৷
যেমনঃ
Sc (21) = 1s2 2s2 2p6 3s2 3p6 3d1 4s2
এর সুস্থিত আয়ন Sc3+ ইলেকট্রন বিন্যাসঃ
1s2 2s2 2p6 3s2 3p6 3d0
এখানে d অরবিটালে কোনো ইলেকট্রনই নেই। তাই এটি অবস্থান্তর মৌল না।
আবার,
Zn (30) = 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2
এর সুস্থিত আয়ন Zn2+ ইলেকট্রন বিন্যাসঃ
1s2 2s2 2p6 3s2 3p6 3d10
অর্থাৎ d অরবিটাল ইলেকট্রন দ্বারা পূর্ণ৷ তাই এটিও অবস্থান্তর মৌল না।
d ব্লক মৌলের শ্রেণিবিভাগঃ
3d-ব্লক মৌলঃ Sc(21) থেকে Zn(30); এদের ইলেক্ট্রন বিন্যাস, 3d1-10 4s1-2
4d-ব্লক মৌলঃ Y(39) থেকে Cd(48); এদের ইলেক্ট্রন বিন্যাস, 4d1-10 5s1-2
5d-ব্লক মৌলঃ La(57), Hf(72) থেকে Hg(80); এদের ইলেক্ট্রন বিন্যাস, 5d1-10 6s1-2
6d-ব্লক মৌলঃ Ac(89), Th(90), Rf(104)-Cn(112); এদের ইলেক্ট্রন বিন্যাস, 6d1-10 7s1-2
অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্যঃ
১। পরিবর্তনশীল জারণ অবস্থা
২। রঙিন আয়ন সৃষ্টি
৩। জটিল আয়ন গঠন
৪৷ প্রভাবকরূপে ক্রিয়া
৫। প্যারাচুম্বকীয় ধর্ম