RBC হলো গোল, নিউক্লিয়াসবিহীন, দ্বিঅবতল চাকতির মতো রক্তকনিকা।
গড় আয়ু-১২০দিন
উৎপওি – প্লীহা, যকৃত, অস্থিমজ্জাতে বড় নিউক্লিয়াস যুক্ত এরিথ্রোব্লাস্ট নামক স্টেমকোষ থেকে সৃষ্টি হয় শেষে -প্লীহাতে ম্যাক্রোফেজ দিয়ে ভক্ষিত হয় ।
RBC এর প্রধান উপাদান হিমোগ্লোবিন যা RBC এর মোট ওজনের ৩৩%।হিমোগ্লোবিন এর উপস্থিতির জন্য রক্তের রঙ লাল। একটি হিমোগ্লোবিন অনু ৪টা O2 অনুর সাথে যুক্ত হতে পারে।
লোহিত রক্তকনিকার কাজ-
- O2 পরিবহন করা।
- কিছু CO2 পরিবহন করা ।
- বাফার হিসেবে অম্ল ও ক্ষার এর ভারসাম্য রাখা ।
- রক্ত এর ঘনত্ব বজায় রাখা।
- প্লাজমা ঝিল্লিতে থাকা এন্টিজেন ব্লাড গ্রুপিংয়ের জন্য দায়ী।
- বিলিরুবিন নামক রক্তরঞ্জক উৎপন্ন করা।
রোগ –
- লোহিতরক্তকনিকার ২৫% কম হলে Anemia হয়
- ৬৫লাখের বেশি হলে তাকে পলিসাইথেমিয়া বলে।