আবিষ্কারক – উইলিয়াম হার্ভে
রক্ত:-
রক্ত হলো তরল যোজক টিস্যু যা দেহের মোট ওজনের ৭-৮%। এটি সামান্য ক্ষারীয়, তাপমাএা ৩৬-৩৮°C, pH গড়ে ৭.৪০।
★★ রক্ত এর ২টা অংশ,যথা-
- রক্তরস/প্লাজমা (৫৫%)
- রক্তকনিকা (৪৫%) যা তিন প্রকারের (RBC, WBC, অণুচক্রিকা)
রক্তরস/প্লাজমা –
রক্তের তরল অংশই প্লাজমা। এর আছে ২টা অংশ
- পানি(৯০-৯২%)
- কঠিন পদার্থ (৮-১০℅)যার মধ্যে-
১.অজৈব উপাদান-০.৯% (Na,NaCl,Mg,P,K,Fe)আর বাকি
২.(৭-৯%)জৈব উপাদান
★★এই জৈবউপাদান ৩টা-
- প্লাজমা প্রোটিন (আলবুমিন,গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন,ফাইব্রিনোজেন)
- নাইট্রোজেনঘটিত রেচন (ইউরিয়া, ইউরিক এসিড, ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া)
- অন্যান্য (গ্লুকোজ, লিপিড, হরমোন, রঞ্জক)
কাজ –
- তরলতা রক্ষা
- ভাসমান রক্তকনিকা সহ দ্রবীভূত পদার্থ দেহের সব জায়গায় পরিবহন
- তাপসাম্যতা
- অম্ল ও ক্ষার এর ভারসাম্য রাখা
- বর্জ্য পদার্থ বৃক্কতে নেওয়া
- প্রোটিন এর আধার রূপে কাজ করে