এটা লাল অস্থিমজ্জার মেগাক্যারিও সাইট থেকে তৈরী হয়।
★ ★আয়ুকাল -৫-৯ দিন
ধংসঃ যকৃতও প্লীহার ম্যাক্রোফেজের মাধ্যমে
★ ★নিউক্লিয়াস থাকে না, দানাদার, রডের /গোল /ডিম্বাকৃতির হয়।
কাজঃ
- ক্ষতস্থানে রক্ততঞ্চনের জন্য প্রয়োজনীয় থ্রম্বোকাইনেজ এনজাইম সৃষ্টি
- হিমোস্ট্যাটিক প্লাগ গঠন করে রক্তক্ষরণ বন্ধ করে
- সেরোটোনিন ক্ষরণ করে যা রক্তনালির সংকোচন ঘটিয়ে রক্তপাত বন্ধ করে
- হিস্টামিন ও 5 HT সঞ্চয়
- এন্ডোথেলিয়াল আবরণ পূর্ণ গঠন
রক্ত তঞ্জনক্রিয়া:-
*স্বাভাবিক মানুষের রক্ততঞ্চন কাল ৩-৮ মিনিট।.
* মানুষের স্বাভাবিক রক্তক্ষরণ কাল ১-৪মিনিট ।
* মোট ১৩টি ক্লটিং ফ্যাক্টর আছে যার মধ্যে ৪টা প্রধান। এগুলা হলো –
- ফাইব্রিনোজেন
- প্রোথ্রম্বিন
- থ্রম্বোপ্লাস্টিন
- ক্যালসিয়াম আয়ন
সিরাম:-
জমাটবাধা রক্ত থেকে যে হালকা হলুদ রঙের তরল জলীয় অংশ বের হয়ে আসে তাকে সিরাম বলে। এটি রক্তরসের মতো তবে এতে ফাইব্রিনোজেন ও প্রোথ্রম্বিন থাকে না।
★ ★ হেপারিন এর জন্য রক্ত প্রবাহের সময় রক্তজমাট বাধে না।এছাড়া রক্তের দ্রুত গতি ও রক্তনালির মসৃণতা।